শীর্ষে  যা ধরে আছে তারও
আরও বেশি প্রোথিত ধ্বণি
আছে দৃষ্টি মাতাল
শিশিরের মতো যার সখ্যতার টান
সিঁথি সরু পথ বেয়ে নেমে আসে
অরণ্যের অধিকারে বাঁচা
কুঁচি দিয়ে গাঁথা শালপাতা
মাথায় অদৃশ্য পৃথিবী ধরা
শহরে হেঁটে যায় অরণ‍্যের পথ  
ধুলোবালি গায়ে উদাস দেবতার রথ
তবুও গড়ায় সনাতনী চাকা
খুঁজে খুঁজে পথ চলা কালানুক্রমিক
আলস্যে  নৈঃশব্দ্য  ত্র‍‍ ‍্যহ স্পর্শে  মধ্যাহ্নের কাল
নৈরাশ্য নুইয়ে নিশিভোর
আশায় আলোর সকাল।