তিলে তিলে  নিবিড়  সঞ্চয়
তোমার ঢেউয়ের ভাষায় পায়ে পায়ে উঠে আসা আলো
পথে পথে শুনেছে সময়।
তুমি দেশনায়ক
রাজপথ তোমার নয়
তুমি ব্রাত‍্য।
হে বীর!
এখনো বিশ্বাস আছে
ভালোবাসা আজও বেঁচে
তোমার আলোর পথ দু'হাত দেখেছে তোমার মশাল।
হে বীর!
হে সব‍্যসাচী!
তুমি ঘরে ঘরে বাড়িময়---
আজও খুঁজে ফেরে গ্রাম তোমার সময়
বাইরে এসো দেখো মগজ  উপড়ানো উৎসব
মোরগের মতো  বাঁকা গলায় দ্রোণাচার্যের দল।
রাস্তায় লক্ষ একলব্যের বুড়ো আঙ্গুল কাতরাচ্ছে;
রক্তাক্ত মাটি।
রক্ত লেগে দুব্বো ঘাসে।
বল বীর!
এমন দিনেও থাকবেনা তুমি
সব হারাদের পাশে!