শব্দ আছে জীবনজুড়ে
শব্দে আছে আপন ছন্দ
শব্দ ঘিরে  আকাশ মেঘে
ভালোবাসার অম্লমধুর দ্বন্দ্ব


বাতাস যখন শব্দ করে
একটু শোনো মন দিয়ে
দেখতে পাবে বিশ্বনিখিল
ছন্দে বাঁধা শব্দ নিয়ে


শব্দ আছে হৃদপিন্ডে
ছন্দ বীণা  তার হাতে
দুই মিলে জীবের প্রাণ
আছে বসে  এক রথে


শব্দ শোনার মাত্রা আছে
ছন্দ মতো কান শোনে
শব্দই তো ব্রহ্ম সমান
হৃদয় ছাড়া কে আর জানে!


শব্দ সাজাও ছন্দ দিয়ে
দূর করো মনের ভয়
শব্দ বাণে ছন্দ তানে
করবে তুমি বিশ্বজয়


নদীর স্রোতে শব্দ গাঁথা
শব্দ মুখর ঝর্ণা ধারা
পাখির ডানার শব্দ শুনে
রোদ জ‍্যোৎস্না আত্মহারা


শব্দ শুনে কাক শালিকের
ভোরের রবি হাই তোলে
হাজার শিশুর কন্ঠ মালায়
শব্দ ব্রহ্ম দীপ জ্বালে।