১.মাটিতে  পড়েছে  শুয়ে ধর্মের ষাঁড়
পাহাড়ের মত ভারী তার পা
যে তুলবে   মুহূর্ত দেখবে তার আশ্চর্য প্রতিভা।


২.সূর্যের মুখোমুখি দাঁড়িয়েছে চাঁদ  
যুদ্ধক্ষেত্রে জেনেছে সারথী কানাই
জয়দ্রত বোঝেনি ;সময় একমাত্র সাক্ষী দেখেছে তার মৃত্যু ফাঁদ।


৩. সূর্যের মতো ডুবে ওঠে ভগ্ন জীবনের ক্ষুদ্র ধারাপাত
বনপথে মিশে যায় গড্ডালিকা প্রবাহের টান
ধনুকের মতো  শিরদাঁড়া হোক ছিলার সমান।


৪. সহস্র মিথ‍্যা দেয় যে পুরস্কার
পারেনা মানুষ নিতে সেই ফুলহার
চরম সত‍্য দ‍্যাখে নারী হাতে দনুজের হার।


৫. অতিমারি চিনতে শিখিয়েছে কঠিন সত্যটা
আত্মীয় -অনাত্মীয় -প্রতিবেশী কতটা আপন
খাঁচার বাইরে এলে তবে পাখি বোঝে ডানা তার  ছাঁটা।