আমাদের স্কুলে যাওয়া নেই
শনি-রবি ছুটি নেই
মা'র কোনো তাড়া নেই
সোনা  ওঠো ডাক  নেই
হাত ধরে টানা নেই
বাসে ট্রামে চড়া  নেই
হেঁটে  ঘরে ফেরা নেই
একসাথে খেলা নেই
কারও আসা-যাওয়া নেই
টিফিন -এর  যুৎ নেই
খেয়ে নাও বলা নেই
মহালয়া  শোনা নেই
মাসি পিসি আসা নেই
ঘরে ঝুল ঝাড়া নেই
মন খুলে হাসা নেই  
ঢাকা মুখ খোলা নেই
হাসি মুখ দেখা নেই
কেনা  আর কাটা নেই
ছেলে আর বেলা নেই
রাস্তায় ফুচ্ কা খাওয়া নেই
পার্কে বন্ধুর দেখা নেই
নম্বরে রেষা ও রেষি নেই
কারও  কম বেশী নেই
পুজো মণ্ডপে  যাওয়া নেই
পুজো  পুজো হাওয়া  নেই
দাদু দিদা বাড়ি নেই
বাড়ি  তবু খালি নেই
বাইরে ঘুরতে যাওয়া নেই
পুজোর পাওনা পাওয়া নেই
পাশ ফেল চালু নেই
মাথা আর ব্যাথা নেই
বাড়ি বাড়ি যাওয়া নেই
পায়ে হাত দেওয়া নেই
নাড়ু  মিষ্টি খাওয়া নেই
ভালো মন্দ কথা নেই
হাত ধরে হাঁটা নেই
লাঠি হাতে ধরা নেই
নাটমন্দিরে বসা নেই
সাদা চুল দেখা নেই
গা ঘেঁষে বসা নেই
মনে আর আশা নেই
ভালো কথা  শোনা নেই
বার  দিন গোনা নেই
লাইন আছে ট্রেন নেই
হকার আছে আওয়াজ নেই
হাওড়া শান্তিনিকেতন ট্রেন নেই
শিয়ালদা বনগাঁ লোকাল নেই
খিদে আছে খাবার নেই
বাউল আছে গান নেই
মরা আছে বাঁচা  নেই
জোড়া  শালিকের  দেখা নেই
হ্যারিকেনের  তেল নেই
পোর্টম্যানের  চিঠি নেই
নীলকন্ঠ পাখি নেই
গুরুজনে শ্রদ্ধা ও ভক্তি নেই
লোভ ছাড়া  মন নেই
কারো মনে সুখ নেই
বাবার আর কাজ নেই
মোবাইলে ব্যালেন্স নেই
মুদি দোকানে ধার  এই
তিন দিন খাওয়া নেই
সত্য বৈ মিথ্যা নেই
শুভ আর বেঁচে নেই।