দিন দিন মানুষকে ভাবাচ্ছে  এখন
বুকের ওপর দাঁড়িয়ে নাড়িয়ে দিচ্ছে
সয়ে গেছে অনেকের মরে বেঁচে থাকা
যেদিকে তাকাই অস্থির করে তোলে সংখ্যা
বড্ড বেমানান মনে হয়
যখন দেখি  সূর্যও যেন না ওঠার মতো ওঠে
মন বড় ভারী তার


তুমি নিজেকে নিয়ে  বারো বাই বারো ভাগ অঙ্কের
প্রশস্ত স্বপ্নের জলাশয়ে
আকাশের রং দেখে মুখে মুখে ধ্বংসের সূচিপত্র লেখো
ভাবো পৃথিবী ঘুরে ঘুরে ক্লান্ত
সে ভাবনা থেকে সরে এসেছি আমি
নদীর মুখ চেয়ে
সে কথা দিয়েছে নিজে ফিরতে না পারলেও
আমাকে সমুদ্রের কাছ থেকে ফেরাবে
হাতেগোনা দিনের মধ্যে
সেই আশায় তোমার অজানা দুঃখের পাশে বসে আছি ছায়ামূর্তি হয়ে
আপন থেকে বেরিয়ে---