নিজেকে  খুঁড়ে খুঁড়ে গভীর করো মনমতো
দ‍্যাখোনি তাকিয়ে আলো ও অন্ধকার  উভয়ই  জীবন্ত


চোখে  রুপোলী রোদ্দুর মন স্বপ্নে ভরা
জীবন আকাশে পূর্ণ চাঁদ সূর্য তারা


জ্বালাও  অত‍্যাধুনিকতার মশাল রাখো আপন শিরে তবুও নিজেকে হারাও চেনা রাস্তার অদূরে


ভাবো আমি হীনবল ছিন্নমূল একা পান্থজন
অন্ধকারে  নেভা আলো রাতের সূর্যের মতন


সাধ্য মতো  আলো দান  জোনাকির পণ
ক্ষুদ্র  বাঁচা তুচ্ছ নয় নক্ষত্র জীবন


তোমার অহংকার আছে আপন বিশ্বাস আমার
নিশ্চিহ্ন আমাকে করে আছে সাধ্য কার?


লুকিয়ে কাঁদে ইতিহাসের পাতায় সে তোমাদেরই লোক
হিউয়েন্।বলে :শি জিনপিংয়ের চেতনার সূর্যোদয়
হোক