বাবুই পাখিকে ডেকে  বলে তালগাছ
তোমার শিল্প কীর্তি বিশ্ব খ্যাত আজ


খেতাব পেয়েছো তুমি শিল্পী পাখি বলে
তোমার  গুণের কথায় গর্ব করে সক্কলে


আমারই পাতা দিয়ে আমার কাণ্ডে তুমি
বেঁচে আছো শিল্পী হয়ে  পেয়েছো ভূমি


পৃথিবীর মানুষ খুশি তোমার শিল্প দেখে
তুমি তো প্রফুল্ল থাকো দুঃখ চেপে রেখে


অক্লান্ত  শ্রমের নীড় ভেঙে দেয়  ঝড়
হও তুমি বিচ্ছিন্ন আমি হই পর


মিনতি করি ঝড়কে শুধু একটি বার
তোমার সংহার  রূপ সৃষ্টিতে ফেরাও এবার


শ্রমের মূল্য দিতে কুণ্ঠা দূর করো
শিল্প থাক বেঁচে  বর্তে বাবুইয়ের ঘরও।