আমার মায়ের কথা যদি
তোমরা শোনো কখনও
খিল  ধরবে হেসে পেটে
ভরবে জেনো মনও


মা বলে, ভোরে  জাগো
পাখির দেখাদেখি
শুনতে পাবে রাতের  তারা
করছে ডাকাডাকি


ওরাই তো সব পাহারা দেয়
ঘুমাও যখন রাতভর
লুকিয়ে দেখে দিনের আলোয়
শিশুর মনের জোর


দিনের তারা বাঁচিয়ে রাখে
রাতের তারা শিক্ষা
আকাশ নদী গাছ মাটি
করে জীবনরক্ষা


জীব জন্তু লতা পাতা
আমরা সবাই ধন্য
সূর্য তারা দিনের আলো
রাতের তারার জন্য


তারার মতোই সজাগ থাকো
রাতে এবং দিনে
ভুল করোনা কাজের মাঝে
রাখতে তারা চিনে


আকাশ তারা যেমন দূরে
তেমনি তারা কাছে
ছোট ছোট শিশুর মাঝে
লুকিয়ে তারা আছে।