দেখো বৃষ্টি নেমেছে
বিদগ্ধ পৃথিবীটা পরমানন্দে স্নানরত
জলকেলিতে মত্ত জীবন সব
অনেক দিন পর আজ এল বৃষ্টি
অনেক অপেক্ষার পর
সব কিছু শান্ত করবে বলে
মুছে দিতে সব কষ্ট অপার।


আমিও আছি দাঁড়িয়ে
অধীর অপেক্ষায়- তুমি আসবে বলে
সাজলো বুঝি এই ধরণী
এখনই উঁকি দেবে এক ফালি চাঁদ
বৃষ্টি থামলেই- তুমি আসবে
দিয়েছিলে কথা, কোলাহল শেষে।


দেখো বৃষ্টি নেমেছে
আর বৃষ্টি এলে মনে পড়ে খুব
বলেছিলে একদিন রেখে হাত হাতে
যতগুলো বৃষ্টি মুঠো পেতে নেবো
ততগুলো আমার
আর যতগুলো রইবে অধরা
সবগুলো তা তোমার জমা
আমাকে দিতে উপহার
ভালবাসা একরাশ।


দেখো বৃষ্টি নেমেছে
বাড়াও হাত একটু
অনুভব করো দু’টি চোখ বুজে,
আমিও আছি বাড়িয়ে হাত
দু’হাতে আগলে ধরবো বলে;
দেখো কি ভীষণ বৃষ্টি
চলো বৃষ্টিতে ভিজি ॥