:করোনা:
(পুষ্প মুকুট নয়, এক মৃত্যু মুকুট)
-শাহ্জাহান মানিক


এই বসন্তে আমি একটিও ফুল কিনতে পারি নি
আমার প্রিয়তমার জন্যে
কেননা শূন্য উদ্যানে পসরা নিয়ে বসে নেই কেউ
স্বাক্ষী এই শহর, স্বাক্ষী এই পৃথিবী
কিংবা যারা যাত্রী আমরা এই ২০২০ এর
মৃত্যুপূরী সেজে যা উপহাস করছে মানবতাকে
কেননা আজ পুষ্পমুকুট সেজেছে মৃত্যুমুকুটে।


জানি না এই জাগ্রত দু:স্বপ্নের শেষ হবে কখন
সমাপ্ত হবে এই সংক্রামিত মৃত্যুর?
যে শব মিছিল জুড়ে শুধু নি:সঙ্গতা ভরা
চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই
কি সন্তান, কি পিতা, কি মাতা, বোন-ভ্রাতা!
রোম, উহান, স্পেন... সবাই আজ খুূঁজে ত্রাতা।


প্রিয়তমা আমার এখন আর আলিঙ্গনে মুগ্ধ হয় না
এখন চুম্বনে সিক্ত হতে চায় না ভীত ওষ্ঠ তার
কি নির্মম পরিহাস!
পিতাকে স্পর্শ করতে সন্তানও ত্রস্ত
এখানে ফুলের সুবাস দখল নিয়েছে ফিনাইল সব।


এই শহর আজ ভীষণ ক্লান্ত ভয় আর বিচ্ছিন্নতায়
মৃত্যু আর নি:সঙ্গতা যার নিত্য সহচর।
আজ শূন্য পার্কে প্রেমিকেরা দেয় না আড্ডা
আজ শূন্য মসজিদ, মন্দির আর গীর্জা
আজ ঈশ্বরকে খুঁজছে তাই মানবতা...


২৬/০৩/২০২0 (রাত ১১ ঘটিকা)