ব্ছরের প্রত্যেকটা দিনের মত তুমিও একটা দিন মাত্র;
যদি না হও তবে প্রমান দাও।


সকালে উঠে সেই এক কাপ চা আর
বাজারের থলে; ক্চুরির দোকানে আরেকটা দিনের মতোই
কুমারীত্ব হরণ হয় খবরের কাগজটার।
এ পাতা থেকে ও পাতা, এ হাত থেকে সে হাত; পালা করে।
সেই পুরনো ছিনতাই, ধর্ষণ, খুন আর দুর্ঘটনা।
ভোট আর রাজনইতিক চুটকি।
ক্লান্ত শ্রান্ত হয়ে খাবরের কাগজ টা পরে থাকে বেঞ্চের এক কোনে।


একটু গান একটু ধুপকাঠির গন্ধ,
ছেলেরা ঘরে ফেরে লজেন্স হাতে,
বুড়ো রা বলে -
" ঊনি থাকলে আজ এমনটা হত না ভারতবর্ষ"।
তারপর বাতাস যায় থেমে, পতাকা হয়ে আসে ভারি।
এটুকুই তফাত আরেকটা দিনের সাথে!


আমার অনুরোধ, তুমি আরেক বার জন্ম দাও 'নেতাজীর'!
যার কন্ঠস্বরে ধ্বনিত হবে স্বাধীনতার ইতিহাস;
যার উদাত্ত আহ্বানে
প্রত্যেক ভারতীয়ের ধমনি ফেটে রক্ত বেরিয়ে আসবে,
যার পোশাক নিয়ে আসবে দেশপ্রেমের বারতা
জন্ম দাও এমন এক সুভাষের,
প্রমান করো তুমি ই ২৩শে জানুয়ারী।।