মৃত্যু কার কাম্য নয়,
তবুও সবাই জানে মৃত্যু তার হবেই নিশ্চয়
এই ভেবে ভয়ে ভয়ে থাকে,
এই বুঝি ধরে কাল কঠিন কঠোর করতলে।


এই ভাবে দিন যায়, মাস যায়
কালের অমোঘ চক্র ঘুরে নির্দ্বিধায়,
কোথাও করে না কোন দেরি,
আমি জানি এ ব্রহ্মান্ড ছিল মোর, আছে মোর,রবে আমাদেরি।


প্রেমিকের প্রেম উঠে হৃদয়ের উত্সমুখ হতে,
প্রিয়াকরে সোমসুরা কম্পিত চাহনি
তার প্রাণ চায় প্রাণপনে
সময়ের তীব্রস্রোত রুধিতে বালুকা বাঁধে।
নিশা শেষ হয়ে আসে, কামনা হয় না শেষ;
মন বলে " আরো ঢালো আরো ঢালো,
পূর্ণ কর পাত্র আর হৃদয়ে অনন্ত প্রেম জ্বালো।"
তবু পাত্র রিক্ত হয়ে যায়
পূর্নিমার চাঁদ গলে পশ্চিমে,
রক্তিম পূর্বাশায়
শুরু হয় কর্মব্যস্ত দিন।


রাজছত্র ভেঙ্গে পরে, ভেঙ্গে পরে পুরানো দেউল
নতুন অশ্বত্থ পাতে নব নব ইতিহাস রচে
অবশেষে ইতিহাস হয় সে অশ্বত্থ।
"হায় হায়" শোক উঠে বিচ্ছেদের লাগি
ক্ষনিকে পাষানবৎ, ক্ষনিকেপ্রবলবেগী ধূ্র্জ্জটির ন্যায়
প্রিয়ার প্রবল শোক।
অবশেষে শ্রান্ত ক্লান্ত কায়া ভূলুন্ঠিত হয়
জানি এও চির সত্য নয়।
গগনে উঠিবে রবি লোহিতবরণ,
নতুন জীবনান্দ করিবে বরণ নব শিশুটিরে।


আমার প্রার্থ্না এই হে ঈশ্বর যদি তুমি থাক,
প্রানের পেয়ালা মম সর্বদাই পূর্ণ করে রেখ
জানি না কি রবে তায়,
সুরামৃত নাকি বিষ বারিধির ...
যা দিবে তা পিব আমি,
নিঃস্ংকোচে, নিঃশ্ংসয়ে, নির্ভয়ে ও নির্দ্বিধায়।