তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ
চারিদিকে কাঁপা কাঁপা দৃশ্য;
গনগনে সূর্যতাপে বালির চোখের জল গেছে শুকিয়ে...
একটু হাওয়া আর আকাশের জন্মদিন।


সবুজের সন্ধানে পথিক(আমি),
কোথাও কাটা ঝোপ, কোথাও ফণীমনসা,
দূরে ধূ ধূ বালি আর
বাতাসের ১২২ ডিগ্রী জ্বর।


হাটতে হাটতে প্রকান্ড বালিয়ারি টা পার হই
ক্যানভাসে ফুটে উঠে এক সবুজ চিত্র
তোমাকে যেভাবে দেখেছিলাম সেভাবেই দেখি
মরুদ্যান নাকি মরিচিকা?