অামার সঙ্গে আঁড়ি দিয়ে
আমার সঙ্গে আঁড়ি,
অার কত দিন থাকবে দূরে
অামার সঙ্গ ছাড়ি,,
তোমার ঘড়া ভাঙ্গা নীরে
একদিন তুমি অাসবে ফিরে
সেই অাশাতে সাজাই অামি
অামার স্বপ্নের সিড়ি
অামার সঙ্গে আঁড়ি দিয়ে,
আমার সঙ্গে আঁড়ি
অার কত দিন থাকবে দূরে
অামার সঙ্গ ছাড়ি।


অামার সাথে অভিমানে
ছিন্ন করে বাঁধন,
লাভ কি বলো মায়ার টানে
দু-চোখ করে প্লাবন,,
এর চেয়ে সেই ভাল
আবার অামার সঙ্গে চলো্
দুঃখ ব্যাথায় দুজন মিলে
বাকি জীবন দেই পারি,
অামার সঙ্গে আঁড়ি দিয়ে
অামার সঙ্গে আঁড়ি,
অার কতদিন থাকবে দূরে
আমার সঙ্গ ছাড়ি।


আমায় ছেড়ে কেমন করে
থাকবে তুমি একা,
একলা থাকার অভ্যাস তোমার
হয়নি আগে শেখা,,
তাই বলছি ফিরে এসো
আমায় আবার ভালবাসো
অভিমানে থাকবে কয়দিন
তোমার বাপের বাড়ী,,
অামার সঙ্গে আঁড়ি দিয়ে
আমার সঙ্গে আঁড়ি,
অার কত দিন থাকবে দূরে
অামার সঙ্গ ছাড়ি।