অামি ফিরব না,কিছুতেই পিছুতে অার
তুমি ডাকিও না সখি,ডাকিও না বার,বার
মায়ার বাঁধনে বাধিয়া ,চাহিওনা ফেরাতে
বিদায়,সখি বিদায়,বলনা অার দাড়াতে
চোখের জলে ভাসিয়া মোর,চিত্ত করনা ভারী
অধিক পথ দিতে হবে দু পায়ে পাড়ি।


মনের ব্যথা রেখেছি চেপে,করিনি জাহির
নয়নের জল লুকিয়ে রেখ,করোনা সখি বাহির
বিদায় বেলা সখি কাঁদিতে মানা
যাইবার সময় দেখিতে চাই,হাসি মুখ খানা
শত ব্যাঁথা অন্তরে নীরবে ডাকিয়া
একটু হাস সখি হৃদয় খুলিয়া
শোকে হৃদয় করিতে চায় চিৎকার
পারিনা,সখি পারিনা,বুক চিরে দেখাইবার
মনের অাকাশ কালো,না হয় যেন মেঘে
এসো সখি,প্রেমের পরশে গগন,দিয়ে যাই ঢেকে।


অামি যাওয়ার পড়ে অাঁচলে ঢাকিয়া মুখ
চোখের সিত্ত জলে ভাসাইওনা সখি বুক
ক্ষনিকের বিদায়ে বেদনা এত
চিরতরে বিদায়ের ব্যাঁথা,না জানি কত
নুয়ায়ে রেখনা সখি তোমার মুখ খানা
এ সময় প্রিয়জন কাঁদিতে মানা।


যে ব্যাঁথা তোমার বুকে,নীরবে গায় গান
অামার বুকে সখি,সে ব্যাঁথা বিরাজমান
তোমার বক্ষে যে দাগ টানিতেছি যাইয়া
অতখানি দাগ সখি,যাইতেছি অামি লইয়া
যাও সখি যাও,থেকনা দাড়িয়ে
দিওনা যন্ত্রনা মায়াখানি বাড়িয়ে
অশ্রু মুছিয়া,মুছিয়া কহিলো সখি
তুমি যাও,যতটুকু দেখা যায় ততটুকু দেখি।