যার জন্য সেই পুকুর পাড়ে থাকতে বসে রোজ
তুমি সে অাজ বদলে গেছ নাও না তারি খোঁজ
যার জন্য গুনতে তুমি  একলা রাতের তারা
অনেক ভাল অাছ তুমি অাজকে তাকে ছাড়া
অভিমানী মেয়ে তোমার মিথ্যে অভিমানে
সেই ছেলেটি খেলছে খেলা একলা ব্যথার সনে
তুমি অনেক বদলে গেছ,বদলে গেছে সেউ
যেই ছেলেটির তুমি ছাড়া,অার ছিলনা কেউ


যার জন্য গুনতে তুমি শেষ বিকেলে প্রহর
তুমি কেন নাওনা এখন সেই ছেলেটির খবর
যার জন্য রোজ সন্ধে থাকতে অপেক্ষায়
সেই মানুৃষ টা মরছে তোমার দেয়া যন্ত্রনায়
ছলনাময়ী মেয়ে তোমার মিথ্যে খেলার ছলে
সেই ছেলেটার বুকে এখন চিতার অাগুন জ্বলে
তুমি এখন বদলে গেছ,বদলে গেছে সেউ
যেই ছেলেটার তুমি ছাড়া অার ছিলনা কেউ


যার সাথে থাকতে বসে,জোনাক জলা রাতে
সেই তুমি জোৎস্না পোহাও,অন্য কারো সাথে
ঘুমিয়ে ছিলে মাথা রেখে যেই ছেলেটার বুকে
নাওনা খবর সেই ছেলেটা মরছে কেন ধুকে
মায়াবতী মেয়ে তোমার,মিথ্যে মায়ার বসে
নষ্ট হলো সেই ছেলেটা তোমায় ভালবেসে
তুমি এখন বদলে গেছ,বদলে গেছে সেউ
যেই ছেলেটার তুমি ছাড়া অার ছিলনা কেউ।