সব হারাইয়া কাঁন্দে আমার মন
দয়াল গুরুজী
পাইনা ভেবে করি কি এখন,


দয়াল গুরুজী
ভুলাইলো সব আমায়
ফালাইয়া কামেনী মায়ায়
বাঁচাও তোমার দরি দুই চরণ,
ঘুরিয়া কামেনীর পিছে
আধা জীবন কইরা মিছে
আইছি তোমার পাইতে দর্শন,,
তুমি চাইলে সঠিক পথে
পার আমায় চালাইতে
তুমি ছাড়া আমার,কে আছে এখন,,
সব হারাইয়া কাঁন্দে আমার মন
দয়াল গুরুজী
পাইনা ভেবে করি কি এখন।


দয়াল গুরুজী
কামেনী খুব সেয়ানা
আমার সাথে কথা কয়না
কৈফিয়ত চাইলে থাকে সে নীরব,
পাগল হইয়া রুপের নেশায়
সব হারাইছি প্রেমের খেলায়
এখন আমি নিঃশ্ব,হয় অণুভব,,
কামিনীরে সব সপে দিয়া
আইছি আমি শুন্য হইয়া
তুমি আমায় কর নিয়ন্ত্রণ,
সব হারাইয়া কাঁন্দে আমার মন
দয়াল গুরুজী
পাইনা ভেবে করি কি এখন।


দয়াল গুরুজি
সম্পদ হারাইয়া মানুষ চিনলাম
বিনামূল্যে সব বিকাইলাম
আসিয়া এই ভবের মায়া হাটে,
কামিনী কইয়া মিষ্টি কথা
দিল আমায় শেষে ব্যথা
যা ছিল আমার নিয়েছে লুটে
বুঝিনি গুরুর কথার অর্থ
কামিনীরা খুঁজে স্বার্থ
কামেনীর পিছে ছুটিলাম যখন,
সব হারাইয়া কাঁন্দে আমার মন
দয়াল গুরুজী
পাইনা ভেবে করি কি এখন।