যে দিন তোমার বিয়ে ছিল
সবার মুখেই হাসি ছিল,
শুধু অামার মনে পাহাড় সমান
তোমায় হারানোর ব্যথা ছিল।


যে দিন তোমার বিয়ে হল
পাগড়ী মাথায় বড় এলো,
সেই দিন অামার সু্খের প্রদীপ
হঠাৎ করে নিভে গেল।


যখন এলো তোমার বাড়ী
হৈ হৈল্লরে বড়ের গাড়ী,
অন্ধকারে তখন অামার
ডুবে গেল সুখের তরী।


অন্যকারো হাত দরে
যখন গেলে অামায় ছেড়ে,
মনে হল তখন অামার
নিয়ে গেল কেউ প্রাণ কেরে।


এখন তুমি পড়ের ঘরে
শুনছি অাছ বেশ অাদরে,
তাইতো অামায় ভুলে গেছ
নাওনা খবর কদিন ধরে।


অামি এখন ঘোর বিপাকে
তোমার স্মৃতি স্বপ্নে ডাকে,
অামায় কষ্ট দিয়ে নষ্ট করে
অাছ তুমি মহা সুখে।