কার হাতে হাত রেখে,কার চোখে চোখ রাখিস
বকুল গাছের তলে বসে,কার কথা তুই ভাবিস
কার সাথে ধরিস এখন,কথায় কথায় বায়না
এখন কার মুখটি না দেখলে,দিন তর যায়না
কার জন্য বসে,বসে প্রহর এখন গুনিস
আমায় ভুলে নতুন করে,কারে ভালবাসিস।


কার সাথে রোজ বৈকালে,ঢেউ নদীর দেখিস
কারে এখন আমার মত,লক্ষী বলে ডাকিস
আমি না হয় অভিমানে,ছিলাম অনেক দূরে
খুব সহজে ভুলে গেলি,আমায় কেমন করে
কার সাথে বসে এখন,সন্ধে তারা দেখিস
পাশে থাকার মানুষটা কে,তারার মাঝে খুঁজিস।


কার বুকেতে মাথা রেখে,এখন স্বপ্ন দেখিস
কল্পনাতে কার ছবিটা,তর মনেতে আঁকিস
দোষ না হয় একটু খানি,বেশী ছিল আমার
তুই দিলিনা ক্ষমা চাওয়ার,সুযোগ একটি বার
দোয়া করি সব সময় তুই,এখন ভাল থাকিস
আগের মতই মিষ্টি করে,সব সময় তুই হাসিস।


কার কথা ভেবেএখন,ডায়রির পাতায় লেখিস
আনমনে কামড়ে কলম,শব্দে কারে খুঁজিস
আমায় ঘৃনা করে অন্য কাউকে,ভালবাসিস যত
প্রেম কখনো হয়না মধুর,প্রথম প্রেমর মত
তর ভালোবাসার মানুষটাকে,যত্ন করে রাখিস
তিন কবুলের মন্ত্র পড়ে,তর আঁচলে বাঁধিস।