মা-তুমি চলে গেলে অামায় ছেরে
কেমন করে বল বাঁচি একা,
যত্নে রাখা মনে তোমার ছবি
হয়েছে মলিন,তুমি দাওনা দেখা।
তোমার মায়াবী মুখ দেখিলে অামার
হৃদয়ের সব জ্বালা দুঃখ ফুরায়,
তোমায় দেখিলে মাগো তোমায় দেখিলে
অামার এ বিরহী প্রাণটা জুরায়।


অসহ্য যন্ত্রনা অামায় ঘিরে
তোমার কথা মনে পড়তেই,
সিত্ত জলে ভাসে ভাঙ্গা এ বুক
তোমার কথা মনে পড়তেই,,
তোমায় খুঁজে,খুঁজে ব্যাকুল অামি
না,পেয়ে হই দিশেহারা,
তুমি শুধু একবার বলো মাগো
বাঁচব কেমন করে তোমায় ছারা।


মা তুমি অামাকে এতিম করে
কেমন অাছ গিয়ে না ফেরার দেশে,
তোমাকে ছাড়া অামি ভাল নেই
স্মৃতির বিরহে অামার বুকটা ভাসে,,
মা তুমি অভিমানে গেলে দূরে
অার তো ফিরে অাসবে না
কেমন করে অামি বাঁচব একা
অামার কথা তুমি ভাবলেনা।