এখন আমি বড্ড দুখি
নই যে আগের মল্লি শা'
মন হারিয়ে ঘোর বিপদে
দশা আমার চল্লিশা।


শূণ্যে তুলে মারলো আছাড়
পাশের বাড়ির মল্লিকা,
প্রশ্ন করি মনকে নিজের
- প্রেমাগুনে জ্বললি ক্যা!  


দেশ ভরেছে ছ্যাকাখোরে
তাদের দলে পড়লি ক্যা,
প্রেমের মড়া পায়না মাটি
তেমন মড়া মড়লি ক্যা ?  


গন্ধ নিতে ভুল করেছি
ধুতরা জাতের ফুল দেইখ্যা
মল্লিকারা হাসে এখন
আমার দাড়ি চুল দেইখ্যা !