যা হবার হয়েছে ভুলে গিয়ে সব
শত ব্যাঁথা বুকে চাপা দিয়ে
কিছুটা থাকতে চাই নীরব,
বন্ধু তোমাকে ছাড়া,অসহায় কতটা লাগে
করতে চাই অণুভব,,


তুমি ভাল থেক,তুমি সুখে থেক
তোমার দুঃখ ব্যাঁথা দিয়ে অামায় সব,
একটা মানুষ দুখী হতে,কতটা কষ্ট লাগে
করতে চাই অামি অণুভব,,
বন্ধু তোমাকে ছারা,বেচে থাকা
জানতে চাই কতটা অসম্ভব।


নিয়তীর খেলা ভেবে, ভুলে যাব সব
যা  কিছু  হয়েছে অাগে,
জীবন চলার পথে তোমাকে ছাড়া
কতটা দেখি অামার শূন্য লাগে,,
প্রয়োজনে প্রিয়জন,দূরে থাকলে
কতটা কষ্ট হয় করি অণুভব
কোন কিছু অামার হয়নি ভোলা
তবু বলছি ভুলে গেছি,ভুলে যাব সব।