এখনো থাকি বসে জানালার পাশে
সে যদি কোন দিন, ডাকতে আমায় আসে
এসে যদি বলে, চলে এসো
চাঁদ দেখি, জোৎস্না দেখি,বসে উঠনের কোণে
দু-জনে হাড়িয়ে যাই,স্বপ্নের ভুবনে
তাই রোজ বসে থাকা,জানালার পাশে
ভুল করেও যদি সে, কখনো অাসে।


এখনো বসে থাকি, তোমার অপেক্ষায়
সেই পথের বাঁকে,
আমি দেখি, এদিক ওদিক,বার বার তাকিয়ে
সে যদি আসে,আমায় দেখে
এসে যদি বলে
চল যাই,নদীর তীরে
যে খানে রয়েছে আমাদের স্মৃতি ঘিরে
তাই সেখানেই থাকা,রোজ দ্বীপ্রহরের শেষে
যদি সে কখনো ফিরে আসে,আমার তালাশে।


আমি এখনো বসে থাকি,জোনাক জ্বলা রাতে
সে যদি এসে হাত রাখে,আমার হাতে
আর যদি বলে
তুমি শুবে কি আমার কুলে
আমি হাত বুলিয়ে দেই,তোমার চুলে
সারা রাত্রী থেক আমার পাশে
তাই এখনো রাত জাগি,একাকী বসে
যদি সে ফিরে আসে আমার তালাশে।