আঁয় ছেলেরা আঁয় মেয়েরা,গল্প তদের কই
কিসের ব্যাথায় কার কারণে,রাত্রি জেগে রই
ঠিক মনে নেই হয়তো হবে,বছর দশেক আগে
গিয়ে ছিলাম প্রেম কাননে,একটি মেয়ের ডাকে
সুন্দুরী আর রুপসী,গুনবতী দেখে
পড়ে ছিলাম পাশের গ্রামের একটি মেয়ের প্রেমে
সেই প্রেমি জীবন আমার করল এলমেলো
বছর পরে সেই মেয়েটি,পড়ের বধু হলো
সেই থেকে হায়! মনের ব্যাথায়,একলা জেগে রই
ছেলে মেয়ে শোনরে তরা,গল্প প্রেমের কই।


যে পাঠশালার ছাত্র ছিলাম,ছাত্রী ছিল সেউ
তার মত আর নম্র,ভদ্র,আর ছিলনা কেউ
চোখের দেখায় দিন কাটিয়ে,কাটালাম কত মাস
মেয়েটি আমায় ভাসবে ভাল,করিনি বিশ্বাস
দিন দুই একে তিন চার কথা,শুরু হলো বলা
নিত্যদিন সঙ্গী হয়ে পাঠশালার পথ চলা
আবেগের কাছে বিবেগ আমার,মানে পড়াজয়
ভালবাসি বলে ছিলাম,যা হবার তা হয়
খুব মেজাজে কি জানি কি,বলতে চাইল ডেকে
গিয়ে ছিলাম সে দিন আমি,অন্য পথে বেগে
নম্র,ভদ্র,শান্ত স্বভাবের সেই মেয়েটি ছিল
পাইনি ভেবে এতরাগ সেদিন,কোথায় থেকে পেল
সেই ভয়েতে মেয়েটির সামনে,যাইনি চার দিন
ছেলে মেয়ে শোনরে তরা,কি হল হঠাৎ একদিন।


বিকেল বেলা ঘুরতে গিয়ে,মেয়েটির সাথে দেখা
লাল বরনের জামা পড়ে,দাড়িয়ে ছিল একা
বলল ডেকে এই যে তুমি,কোথায় ছিলে এতদিন
তোমার জন্য গুনেছি প্রহর,পাঠশালাতে প্রতিদিন
বলেছি আমার হয়নি যাওয়া,পাঠশালাতে তোমার ভয়ে
ভালবাসার মানুষ যদি,সামনে আসে পেত্নী হয়ে
বলল রেগে সবার মত,আমি তেমন নইযে মেয়ে
আমি একজন ভিন্ন মানুষ,ব্যাতীক্রমি সবার চেয়ে
ভালবাসার কথা শুনে,তিন রাত্রি হয়নি অসাড়
প্রেম নামের আগ্নেয়গিরি,জলতে লাগলো দেহে আমার
সেই যে মিলে দুটি হৃদয়,হয়ে গেল এক
ছেলে মেয়ে রাখরে নজর,পড়ে কি হয় দেখ।