আর নেই কবির ভাই,আর নেই
চলে গেছে না ফেরার দেশে,
কত মায়া,কত স্মৃতি,রাখিয়া জগতে এসে।


ফজর,জোহর,আসর,মাগরিব নামাজ পড়ে
ঘন্টা খানিক করত তর্ক,তিন রাস্তার মোড়ে
কেবলি পাগল ছিল কবির পীর ভক্তিতে
লড়তো না কখনো,ছিয়াছিত্তার যুক্তিতে
বিশ্বাস রেখেছিল মুর্শিদের তরে
তার সেই বিশ্বাসের গাছে ফল যেন ধরে
যতই করুক তর্কাতর্কি,বলতো কথা হেসে
আর নেই কবির ভাই,আর নেই
চলে গেছে না,ফেরার দেশে।


কবির ভাই ছিল,অনেক গুনের অঁধিকারী
সে করত মানুষের,শেষ বাড়ি ঘর তৈরী
শুনিলে কোথাও কারো,মৃত্যুর খবর
সে ছুটিয়া যাইত,খুঁড়িত কবর
অগনিত কবর,খুঁড়িয়াছে কবির
রাখিয়াছে গ্রামে,গ্রামে,অনেক নজির
অপরে তার কবর,খুঁড়িয়াছে শেষে
আর নেই কবির ভাই,আর নেই
চলে গেছে,না ফেরার দেশে।


কবির ছিল আর্জেন্টিনার অন্ধ ভক্ত
প্রচন্ড শীতে ও ছিল,কত রাত জাগ্রত
দলবেধে কত খেলা দেখেছি এক সাথে
উত্তেজিত দেখেছি,প্রিয় দল হারাতে
তবু্ ও সকাল বেলা,তর্কে কে হারায়
এমন দুজন মানব,আমাদের পাড়ায়
একছিল কবির ভাই,আরেক টা ছোট বিল্লাল
নেঠেলায় তাদের জয়,বাকিদের নাজেহাল
আর হবেনা আড্ডা,মজির দোকানের পাশে
আর নেই কবির ভাই,আর নেই
চলে গেছে না, ফেরার দেশে।