বড় বাড়ির সুলতান আহম্মেদ ভূঁইয়া
চলে গেছে চির তরে,চির বিদায় নিয়া
আর দেখিবনা স্বদেশে গিয়া সেই প্রিয় মুখ
চলে গেছে গ্রামে,পাড়ায়,পাড়ায়,ছড়াইয়া শোক
আঁয় গ্রামের সকলে, মিলে তুলিয়া দুহাত
তাহার পক্ষ হতে প্রভুর কাছে চাই নাজাত।


সুলতান ভূঁইয়া নিয়োজিত ছিল মানব সেবায়
তিনি ছিলেন এক বিজ্ঞ ডাক্তার পেশায়
তার সুনাম ছড়াইয়া আছে,গ্রামের কানায়,কানায়
তিনি ছিলেন কখনো প্রধান,গ্রামের পঞ্চায়
এমন মহৎ মানুষ,হারিয়ে গ্রামবাসী
দিশেহারা পাগল পারা হইয়াছে উদাসী
ছোট,বড়,সকলে মিলে,এমন মানুষটার তরে
ক্ষমা চাই তার জন্য,সকলে চল্ দুহাত জোরে।



নবনির্মিত কলেজে রাখিয়াছে  অবদান
দুহাতে নীরবে না জানি কত কিছু করিয়াছে দান
সালাম তাকে এমন সন্তান জন্ম গেল যে দিয়া
হতভাগা খলিল পুর বাসী এমন মানুষ হারাইয়া
জানি না,কতটুকু করিয়াছি গুনী জনের কদর
বিরহ ব্যাথায় ব্যথিত আজ সবার অন্তর
মসজিদে আঁয় খলিল পুর বাসী,নামাজের শেষে
দোয়া করি সুলতান ভূইয়া ভাল থাকুক
না ফেরার দেশে।