এস.এম বিল্লাল

মন ভারি হয় যদি সময়ের স্রোতে
শ্রাবণের চোখে আঁধার নেমে আসে,
জলের কি দোষ যদি নামে আঁখিতে।

বর্ষার রঙে আঁকিয়ে অলিক জীবন
পৌরাণিক ভাবনায় খুঁজে নেয় দিশা
অলকানন্দ, ঘাসফুলে, কামিনী মন।

সৌরভে ঘোর ভেজা অঙ্গে যায় কি মাপা
সুখদর্শনে সন্ধ্যামালতি নেশায় বিভোর,
কতো প্রেম দোপাটি হৃদয়ে দোলনচাঁপা।

সে আসবে বলেও আসেনা
পাশে বসবে বলেও বসেনা
আদুরে সুরে বাড়ায় বুকে ক্ষত,
তবুও হৃদয়  সদা অপেক্ষারত।

০৬.০৭.২০২১
খড়িয়ার পাড়, ঘোমগাও