........#লাশকে_অপবাদ.........
.
যখন সে মারা যাচ্ছিলো, চারিদিকে সারা মর্ত্যে হাহাকারে রব ছড়িয়ে পড়েছিলো;
তখন কোথায় ছিলি হে বিশ্বাসঘাতক?
কোথায় ছিলো তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি?
যখন সে কান্না করছিলো, কাওকে কিছু বলতে না পেরে নিরবে অশ্রু মুছছিলো;
তখন তুই হাসছিলি রে আহাম্মক!
তাঁর কোনো কিছুই তখন জানতে চাস নি!
.
মিথ্যে কথা ছিলো সব তোর; তাঁর কথাগুলো তবু ছিলো সত্য;
ছাড়তে চায়নি বন্ধুত্বটা, হৃদয় রক্তক্ষরণ হচ্ছিলো তাঁর নিত্য।
.
পিছন থেকে ডাক আসবে ভেবেও সে থেমেছিলো বারেবারে;
বেঈমান তুই, ভুলেও ডাকিস নি!
মহানন্দে আর হৈ-হুল্লোড়ে মত্ত ছিলি তুই নানা নোংরা-কারবারে;
বেঈমান তুই, ফিরেও তাকাস নি!
.
আজ সে কাফনে মোড়া মৃত, জান্নাতের সুঘ্রাণ আসছে তাঁর নাকে;
—তুই তো তা জানলি না,
ওদিকে, লাশের বিরুদ্ধেই উল্টো দিচ্ছিস মিথ্যে অপবাদ দূর থেকে;
—তুই তো শুধরালি না!
.
.....
.
▬▬▬
#লেখার_সময়কালঃ
⚫ ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ঈসায়ী⚫
🕕ভোর- ০৬:০০ টা🕕