নীলাকাশ থেকে উঁচু পানে চেয়ে
মহাকাশের গায়ে,
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা আর
জ্যোতিপুঞ্জর ছায়ে;
ধুমকেতু আর নীহারিকাদল
ঘুরে ফিরে আসে কতো!
ছায়াপথ ধরে বিছানো আছে
উল্কা শত শত।
সেদিনও আকাশে মেঘ জমেছিলো
বৃষ্টি আভাস নিয়ে,
বাগান মাঝে উঠেছিলো তাই
ফুলের সজ্জা দিয়ে।
অনেক বছর কেটে গেছে,তবু
কেন আজ পরে মনে,
বহুকাল ধরে ইতিহাসখানি
সেই কেন অকারণে?
বহুকাল পরে ভাবছো সে প্রেম
মাটিতে গিয়েছে মিশে;
পাথরে পিষেছে কিংবা ভেসেছে  
নদীর তলদেশে ।
বহুকাল পরে কেন আজ ঝরে
সে চোখে জলের ধারা?
মহাকাশ মাঝে চেয়ে দেখো
প্রেম হয়ে আছে ধ্রুবতারা।
           ……………