ধননন্দের এক গোপন গুপ্তচর;
প্রেমনগরে গিয়াছিলো শুনিতে খবর,
পানীয় জলে বিষ প্রয়োগে সে অগত্য,
কারাগারে বন্দি গুপ্তচরদের করিল নিহত।
ধননন্দের চিন্তার হইলো অন্ত ,
অজানা রহিলো তাহার গোপন চক্রান্ত ।


অন্যদিকে প্রেমনগরে রাজার সেনাগণ,
উমারানীকে কালনগরে করিল প্রেরণ।
সেনা প্রহরায় উমারানী ফিরিলেন সেথা,
সখীদের জানাইলেন ইন্দ্রের কথা।


ধননন্দ করিল এক নিপুন ষড়যন্ত্র ,
যাহাতে প্রেমরাজার হইবে অন্ত।
কালনগরীতে করিলেন নৃত্যানুষ্ঠান আয়োজন,
প্রেমনগরীকে বন্ধু বলিয়া করিলেন নিমন্ত্রণ।
সভাতে প্রেমরাজকে করিবেন বরণ,
সভা শেষে তাহার হইবে গোপন অপহরণ।
            _______