গুপ্তচরের সকল নীতি ব্যর্থ হইলে পরে,
ধননন্দ নিলেন কঠোর নীতি প্রেম নগরী তরে।
সুযোগ বুঝিয়া কোন এক বিশেষক্ষ়ণে ,
সৈন্য নিয়া নিজে তিনি যাইবেন আক্রমনে।


প্রেমনগরীর এক বিশেষ মন্দির সভাস্থান ,
সেথা হইতেছিলো নগরীর বার্ষিক অনুষ্ঠান।
সভা সার্থে বহু আয়োজন ছিল নির্মিত,
শক্তিরাজ ও ইন্দ্র সেথা ছিলেন আমন্ত্রিত।
সভায় ছিলো আলোচনা, নৃত্য ও গান,
উত্তম পরিবেশনে ছিল সে সভার মান।
সভা মাঝে সকলে ছিল নিরাপত্তার সাথে,
কারণ সভা হইতেছিলো সেনা প্রহরাতে।


ধননন্দের সেনা রওনা হইলো করিতে রণ,
তিনটি দলে ভাগ হইয়া করিবে আক্রমণ।
ধননন্দের পরিকল্পনা যদি হয় সফল,
প্রেমনগর সেথায় তিনি করিবেন দখল।


সভা মাঝে হইতেছিলো চন্দ্রের গান,
পরে সেথা চলিতেছিলো নৃত্যানুষ্ঠান।
সে বেলাতে সভা যখন আনন্দ কানন,
সহসা রটিলো ধননন্দ করিছে আক্রমণ।