প্রেমনগরীর অনুষ্ঠান বার্ষিক সভা,
ধননন্দ গিয়াছিলো ধ্বংস করিতে তাহা।
চরসূত্রে ধননন্দের হইয়াছিলো জানা,
সভায় নাই কোন শক্তিনগর সেনা।
দমন করিতে প্রেমনগরীর সেনাদল,
ধননন্দ নিয়াছিলো পরিকল্পনার ছল।


ধননন্দ আসিয়া প্রথমেই অগত্যা,
যজ্ঞর ব্রাক্ষণকে করিলো হত্যা।
কালনগর সেনা শক্তিশালী ছিলো যেথা,
প্রেমনগরী সেনা হইতেছিলো বৃথা।
চন্দ্র ও প্রেমরাজ সভায় যেথা ছিলো,
কালনগর সেনার একদল সেথা এগোলো।
অপর একদল দ্রুত গতিতে,
শক্তিরাজ ও ইন্দ্রকে গেলো মারিতে।
কালনগরের বাকী সেনা তখন,
প্রহরায় থাকা সেনাদের করিলো আক্রমণ।


ইন্দ্র ও শক্তিরাজ যাইতেন যেথা,
শক্তিনগর সেনারা থাকিতেন সেথা।
প্রকৃত খবর ধননন্দের ছিলো অজানা,
পরিবেশক ও রাঁধুনীবেশে ছিলো শক্তিনগর সেনা।