আরে গদা ছুটছো কোথায় !
অসময়ে নেংটি টেনে ?
গদা কহে-
সইত্য কথা যাচ্ছি কইতে
লাভ কী হবে তোর জেনে ?


আরে, আরে, শোন গদা
নালিশ করবে কার কাছে?
খিয়াল কৈরো-
রক্ষক যদি ভক্ষক হয়  
ঢিল ছেড়োনা মৌচাকে !


গদা কহে-
কী কইলি তবে?
মানবো কেন তোর কথা ?
গদাঘাত খেলে পরে-
দেখিস লাগে কেমন ব্যথা।


আচ্ছা গদা-
পারবে তুমি বধ করতে
গদাঘাতে অপশাসন?
ওরে গদা
করিছ না বড়াই-
পদাঘাতে জান যাবে তোর
দেশজুড়ে যে দুঃশাসন !
দেখিস গদা-
গুমের খাতায় নামটা তোর
না হয় যেন স্থায়ী আসন !