স্বপ্নেরা এলোমেলো খেলা করে
অনায়াসে ভুলে থাকি ভোরের মৌনতা।
হৃৎপিণ্ডের উত্তাপে
ভোরের মেয়েটি এগিয়ে এসে
কন্ঠ ছেড়ে গান ধরে
নূপুর আওয়াজে গৃহ-পাখিরা নেমে যায় হ্রদে
সাদা বক কচুড়িপানায় নিরন্তর ঠোঁট নাড়ে
বিশ্বস্ত পৃথিবী উত্তাপ ছড়িয়ে আগলে রাখে
দিবসের নিরাপদ আশ্রয়।
স্মৃতিকাতর আমি-
কেবলই স্বপ্নের ভিতর ঘুরেফিরে আটকে থাকি নির্জন ঘরে
এক শিকড়হীন বৃক্ষের নিচে।