সীমানা পেরিয়ে অসীমকে স্পর্শ করবে?
এমনটি ভেবো না
অসীমেরও সীমা আছে।
তাঁকিয়ে দেখো-
উদোম গায়ে হায়েনারা গা ঝাঁপটায় কেমন করে !
চারিদিকে মেঘের গর্জন
সর্বনাশা ঢেউয়ের আঘাতে সুনামি ধাবমান
ভাঁজে ভাঁজে রক্তের ধূসর দাগ।
জানো তো ?  
চাপাতি-রামদা এখন সস্তায় মেলে
কাকে ভালোবাসো? তোমাকে? না মাতৃভূমি?
গভীর শোক ! ভাইকে হারিয়ে?
বাঁচতে চাও তো-
সীমা লঙ্ঘন করো না। প্রয়োজনে ভূখন্ড ত্যাগ করো।
কারো কিচ্ছু আসে যায় না।
জানতো, তর্জনী খাড়া করে এখন আর কেউ বলবে না
'বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়'
দেখে নিও-
এক ফুৎকারে হাওয়ায় মিশে যাবে
মুক্তমনের শাপলা-শালুক।