হাদারাম ভোলা মিঁয়া হাই তোলে ঘুমায় সে
নাকডাকে দিনের বেলা বিবি কয় আহা রে!
গরমকালে কম্বল গায়ে রোদে বসে খায় পান
প্যাঁচামুখী বিবি চেঁচায় থাকলো কী জাত-মান?
কত ধানে কত চাল দেখায় বিবি সাজে  ভাঁড়
অম্বর খুলে হাদারামের লাজে বিবি মুখ ভার।