আমি দেখেছি-
চিলের ডানায় রোদ মাখা ঘুঙুর হাসি
ফসলের মাঠে কিঙ্কিণী আওয়াজ  
সিঁদুরে মাখা সাজানো কপাল।

ওইখানে যেও নাকো নারী
ঈগল ছোঁ মারে
ঘুঙুর খসে পড়ে
সিঁদুর মুছে যায়।


আমি দেখিছি-
চোখের জলে সোনালী হাসি
ঠোঁটের কোণে মোহন বাঁশি।


আমি বিষাদ লুকিয়ে রাখি ঠোঁটের আড়ালে
খুঁজে বেড়াই আগুনে পরশ মণি।


অন্তর্বাস ছিঁড়ে আমি
ডুবে থাকি গুপ্ত মালঞ্চে।