আর একটা ঝলমলে ভোর নেমে আসুক
নিভে যাক শানিত তরবারির খুনসুটি
অভিমানী হৃদয় খুঁজে ফিরে স্বপ্নিল প্রেম
নোনা জল বয়ে যায় দু'চোখ জুড়ে।


এখনো অহঙ্কারী বিকেলগুলো পালিয়ে বেড়ায়
কল্পনায় ভেসে আসে স্মৃতির জোনাকিরা।


ফালি ফালি সুখ কেঁড়ে নিবো আমি  
যা খুঁয়েছি অভিসারে
লুকানো গর্ভে ফোটাব পুষ্পকলি
অনুর্বর জমি খুঁড়ে মাটিচাপা দিবো জমে থাকা ক্রোধ
বিরহ-ব্যথা গিলে খাবো ঘুমক্লান্ত রাতে।


আর একটা ঝলমলে ভোর নেমে আসুক
নিভে যাক গোঁসাঘরে লুকিয়ে থাকা ক্রোধ
ফিরে আসুক অনাগত শান্তির সুমিষ্টঘ্রাণ।