ধ্যানে নিমগ্ন সাধক
ধ্রূপদী সন্ধ্যায় ঘরে ফিরে পাখিরা
সাদা বক খুঁজে নেয় জলের গভীরে থাকা
ঝূথভ্রষ্ট সঙ্গীহীন মাছ।
ছাইরঙা পান্ডুলিপি হাতে
দ্বান্দ্বিক সময় কাটে উদ্যমী কবি'র
অপেক্ষার প্রহরে
কোনো এক ঝুলন্ত ছাপাখানায়।
তবু বেলাশেষে, স্রোতের দেয়াল ঘেঁষে
জন্ম দেয়া পান্ডুলিপি
হাঁকডাক দেয়
কোনো এক আগামী দিনের অপেক্ষায়
ছাপা অক্ষরে দেখা হবে
একুশে বই মেলায়।
মহাকাশ খুঁজে পায় সাতারু বিমান
আনন্দ জাগে
কবি মনের ধূসর শান্তি বনে।