বোধ কি পয়দা করে তাঁর পথকে?
নাকি পথ সৃষ্টি করে তাঁর বোধকে?


যে বোধ জন্ম দেয় নতুন পথ
সেই বোধকে গলাটিপে হত্যা করেছি আমি
সেই কবে;
যদিও বোধের পরিপক্কতায় বেড়ে উঠে নতুন পথ।


যে পথে গণিত নেই, আছে
ধু-ধু মরুভূমি
আমি সেই পথের পথিক নই;
যদিও গণিতের সব সূত্রই ভুলে গেছি আমি
অনেক আগেই !


তবু আমি
যুতসই পথের সেবক
যে পথে আছে-
দুরন্ত আশা,আর
সূত্রহীন গণিতের ভালোবাসা।