আমরা চেতনার কার্নিশে দাঁড়িয়ে
ওকি মারি নিজের ঘরে; খুন করি
ঘরের ভিতরে রাখা সব চৈতন্যকে।


আমরা প্রতীত হয়ে খুন করি
বাহাত্তরের মূলমন্ত্র;
আমরা জনতার রায় পাশ কেটে
ভেঙ্গে চুরমার করি  সিদ্ধ গণতন্ত্র।


আমরা একাত্তর ভুলে গিয়ে
চেতনার দালালি করি; আমরা
ডুবে থাকি পাকি প্রেত্মাতায়।
আমরা রাষ্ট্রকে বিভক্ত করি খুঁচিয়ে
পতিত স্বৈরাচারের অচেতন চেতনায়।


আমরা ধর্ষককে করি কুর্নিশ, আমরা  
ধর্মের অধর্ম নিয়ে করি যথা সংগীত।
আমরা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে
আটকে থাকি দিনভর,
আমরা দ্বিধা-দ্বন্দ্বে  ঘুমহীন রাত কাটাই।