ধুমকেতু ছোঁ মারে বুকে
ভিতরে থেকে যায় যন্ত্রণার ছোপ ছোপ দাগ।
মঙ্গার কোল ঘেঁষে ফসলের বোবা কান্না
ফুটপাতে শুয়ে থাকে
হারাধনের সব ক'টি ছেলে।
ক্ষুধিত সংসারে
অদ্ভূত আগুনের স্পর্শ নিয়ে
তুমি-আমি বেঁচে আছি
ধুমকেতুর নাগালের বাইরে।