মেয়েটা ঠিক যেই পথ দিয়ে ঘরে ফিরতো
একই অলিগলিতে এখন আর নুপুরের শব্দ নেই।
শুধু অশ্রুপাত।
চেনা পথে ফিসফিস ফিকে হাসি
চিরচেনা পোশাকের তেঁতো গন্ধ। ভয়ার্ত মুখ।


এখনও একই পথে  
জলপাই রঙের নোনতা হাওয়ায়
পোশাকিদের সময় কাটে ভালো। জলসাও চলে বেশ।
সভ্যতা নাকি ওখানটায় উঁচু মানের  
হিংস্র থাবায় চেটে খায় খন্ডিত দেহ !
ওরা কী কখনই বুঝে 'ব্লাডি সিভিলিয়ানদের' চাপা কান্না ?


তোমার ঠোঁটের উপর আঙ্গুল ছুঁয়ে বলছি
অপেক্ষায় থেকো তন্বী
তোমার স্বর্গীয় আত্মার অভিশাপে
জলপাই পোশাকের গ্রীবা থেকে খসে পড়বে
রক্তের বাসি গন্ধ।