ও' বুবু, ভাবছো কি?
হুশ নেই তোমার, করছো কি?


কে গো তুমি দিচ্ছো হাঁক
স্পর্ধা দেখছি মন্দ নয় !
'বাপকা বেটি সিপাইকা ঘোড়া'
আমাকে তোমার নেইকো ভয়?


ও' বুবু, একি দেখছি ?
চেতনায় তোমার জ্বলছে আগুন
দেশ জুড়ে আর নেই যে ফাগুন !
মায়ের বুকে কুরুক্ষেত্র
লাশ পড়ছে যত্রতত্র
আজগুবি চালে রাজ্য বেতাল
দাও না খ্যান্ত হালুম-হুলুম।


যা করেছি বেশ করেছি
দেশটা আমার বাপের
পাকিবাজি ছেড়ে দিয়ে
দূর হ' তুই কাফের !
মাড়াই কলে করছি চাষ
কর্মে আমার নেই যে গলদ
লোহার ডাণ্ডায় পিষে দিলে
ঠাণ্ডা হবি তুই ধবলা বলদ।


ও' বুবু, এইকি বলছো ?
দেশতো আমার স্বামীর !
মঞ্চে এবার  ডাকছে হাঁক
দেশ জুড়ে যে লক্ষ আমীর !
চ্যাং দোলায় তোর ভাঙবে ঠ্যাং
সঙ্গে থাকবে চাপাতি
খ্যাপা কুত্তার পাগলামিতে  
ভঙ্গ হবে তোর খ্যাতি।