সুপ্ত বিকেলে!
মেঘের ছায়ায় মেতেছিলো শীতল বাতাস।
এলোমেলো কেশে তুমি;
সুবাস ছড়িয়ে দিয়েছিলে স্বপ্নের আবাস।


মাতাল হয়ে মেতেছে মন সেই সুবাসের টানে।
মুগ্ধমনে হারিয়ে যাবো তোমার কেশের পানে।


পাখি হয়ে বাধবো বাসা তোমার কেশের গোছায়,
আহোরনে কাটবে বিকেল  তোমার কেশের মায়ায়।


বেলি হয়ে ফুটবো আমি সন্ধা তারার মেলায়,
সুবাস হয়ে থাকবো আমি তোমার কেশের দোলায়।


রাত্রি তোমার কেশের মায়ায় জোস্না মাথা আলোয়,
আসবো ছুটে কেশ রাঙাতে সন্ধা তাঁরার মেলায়।


লুকিয়ে তোমার দেখবো আমি উড়বে যখন কেশ,
কেশের নেশায় মাতাল হবো নেইতো তাহার শেষ।


দিঘল কেশের কবি হয়ে রাখবো তোমার গেথে,
অমর হয়ে থাকবে তুমি ; এক গুচ্ছ কেশে।