মেঘ বালিকা


নীল আকাশে মেঘ বালিকা
স্বপ্ন ছড়ায় পাখির ভাষায়।
পাহাড় চূড়ায় একটি বালক,
স্বপ্ন সাজায় হৃদয়ে পুলক।


সোনালি আশেঁ মেঘের ছায়ায়,
কৃষক হাসে বালিকার মায়ায়।
সেই ছেলেটি বসে অপেক্ষায়,
খুজে বেড়ায় বালিকার আশায়।


সন্ধা নেমে সূর্য ডোবে,
বালিকা হাঁসে চাদেঁর পাশে।
পাখিরা বলে ওহে বালক,
কেনো আশায় প্রহর নেশায় ?


মেঘ বালিকা সন্ধা নামায়,
জোস্না আলোয়ে আমাকে রাঙায়।
থাকবো আশায় ভোর অপেক্ষায়,
ভিজবো তাহার কেশের ফোটায়


দিগন্তে রবি শেষ প্রহরে,
হারিয়ে যায় চাদেঁর আলোয় ভীরে।
বালিকা কবু নাহি যায় দিগন্তে,
আমর হয়ে থাকবে সে কবিতার চূড়ন্তে।