কিচির মিচির পাখির ডাকে,খোকন যাবে মাছ ধরিতে।
ছুটছে খোকা মেঠো পথে,মায়ের দেওয়া বিস্কুট হাতে।


বুড়ো বলে ওহে খোকা,গুরুম গুরুম যাচ্ছো কোথা?
মাছ ধরিতে যাচ্ছি নানা,মায়ের জন্য কিনবো সোনা।


গাছের ডালে পাখির দেখা,ধরতে তাকে ব্যকুল খোকা।
খোকা বলে, ওহে পাখি? থাকো তোমায় একটু দেখি।


নীল আকাশটা ঢলে পড়ে,ছুটে খোকা মেঘের নীড়ে।
হতাশ হয়ে মেঘ নাই পায়,ঘরে ফিরে মায়া কান্নায়।


মা বলে-
আকাশ তোকে দিমু খোকা,রাগ করিসনে ওরে বোকা।
আমার বুকে মাথা রেখে,খুজে পাবি আকাশটাকে।


ওমা আমায় রাখো ধরে,এমন আকাশ পাবো নারে।
তোমার খোকা বড় হবে,রাজ্য তোমায় গড়ে দিবে।


ঘোড়ার পিঠে চড়বে তুমি, দেখবো তোমায় নয়ন ভরি।
আগলে তোমায় রাখবো মাগো,ঝড় বাদলে ছায়া হবো।


ওমা!
একটু আমায় ডাকো "খোকা", এনে দেবো ঝিঁঝিঁ পোকা।
আরো দেবো পান সুপারি, আমার সাথে করোনা আড়ি।


তোমার কোলে মাথা রাখি,জগৎ ছাড়ি দিবো পাড়ি।
তাঁরা হয়ে আসবো মাগো, তোমায় দেখে মন জোড়াবো।