রোদেলা ফাগুন


রোদেলা আকাশে মিষ্টি সকাল শিশিরে ভেজা ফুল,
প্রজাপতি ছুটে ফাগুনের মেলায় রাঙাতে বকুল।
কোকিল সুরে সকাল সাজে ঘুমের রাজ্য ছাড়ি,
শিমুলের রঙে রঙিন হয়ে নীলাকাশ দেবো পাড়ি।


আকাশ নীলে মেঘের মেলায় লাল শিমুলের দোলা,
সবুজ বনে মুক্তা হাসে আকাশে পাখির মেলা।
সবুজ ঘাসে মেষের পালে বউরি পাখির খেলা,
কনকচাঁপার দুষ্ট হাসিতে আলোকিত সারা বেলা।


প্রকৃতি তাহার নতুন সাজে বসন্তের আহবানে,
পলাশের রঙে রঙিন হয়ে কোকিলের জয়গানে।
ফাগুন তুমি জ্বালাময়ী ধরণীর বুকে আগুন,
ধ্বংস লিলায় ফিরিয়ে আনো সবুজ শ্যামলে দ্বিগুণ।


কিছু স্বপ্ন কিছু চাওয়ায় নতুন করে ফিরে পাবার আশায়,
ফিরবে কি ফাগুন?
জ্বালাময়ী রোদের তাপে এক গুচ্ছ মেঘে হয়ে!
ফুলেদের দলের ভিরে!
নাকি পাখিদের কোলাহলে!


হবে কি স্নিগ্ধ সকাল তুমি?
তোমারি আগমনে ধরণী সাজাবে তাহার রঙিন ভূমি।