কি ফুল রাখবো তোমাদের চরনে,
যে ফুলের রঙ বিবর্ন হয় রক্তে মাখা শহীদের স্মরনে।
পাপড়ি গুলো ঝড়ে গিয়ে,
নবজন্মে ফিরে আসে ঝড়ে নাহি কবু হারিয়ে।


কি মধু ওই সুরের ভাষায়,
যাহার টানে বুক পেতে দিল হাজারো পাখি নির্দ্বিধায়।
রক্তে তাহাদের  রক্তিম আকাশ,
মুষুলধারে মুক্তা ঝড়ে বয়ে যায় মুক্তির আবাশ।


ফিরবে কি কবু?
আলোর দিশায় নব জোয়ারের ধারায়,
যেভাবে এনেছিলে মুক্তি তোমার রক্তধারায়।


জানি বলবে না কথা!
তবুও এনে দিয়েছো কোটি প্রানের মুখের ভাষা,
স্বপ্ন জাগিয়েছো আর বুকে বাধিয়াছো মুক্তির আশা।


তোমার স্মরনে ধরনী তাহার বসন্তের আগমনে,
ফুল ফুটিয়ে শিমুল মেলায় ধন্য হতে যায় তোমারি চরনে।